জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র হালিমুক হক মিরু ও তার পরিবারের সদস্য, সমর্থকদের অকথ্য ভাষায় গালিগালাজসহ হত্যার হুমকির অভিযোগে পৌরসভার সাবেক মেয়রের ছেলে সবুজকে আদালত থেকে নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
মঙ্গলবার সিরাজগঞ্জ-৬ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ মো. মামুন-অর-রশিদ এ নোটিশ দেন। নোটিশে বলা হয়েছে, গত ৩১ ডিসেম্বর শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলামের ছেলে ও সিরাজগঞ্জ-৬ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক এমপি চয়ন ইসলামের সমর্থক সবুজ তার দলবল নিয়ে মোটরসাইকেলযোগে ওই আসনের স্বতন্ত্র প্রার্থী হালিমুল হক মিরুর মনিরামপুরের বাড়িতে গিয়ে মিরু, তার পরিবারের সদস্য ও সমর্থকদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং হত্যার হুমকি দেয়া হয়। যা জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ কারণে বৃহস্পতিবার সকালে নৌকার সমর্থক সবুজকে সশরীরে উপস্থিত হয়ে নোটিশকারীর আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।